Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

মহৎ কাজ | কলমে ~ ব্রততী পরামাণিক | নীরব আলো

 

রক্তদান মহৎ কাজ, এগিয়ে আসুক সবাই-
জীবন ফিরে পায় মরণাপন্ন, রক্তের পূর্ণতায়।
সময়কালে রক্ত না পেয়ে, কত মুমূর্ষুর গেছে প্রাণ 
কোথাও নেই, রক্ত- হাসপাতাল, ব্লাডব্যাঙ্কের শাখায়।
আছে প্রয়োজন রক্তের, থ্যালাসেমিয়া রোগী 
দেশে আছে অনেক, চাহিদাও প্রচুর
সুস্থ মানুষ সচেতনে করুক রক্তদান।
দেশের ও দশের কাজে লাগবে হামেশাই 
মানুষের প্রাণের মূল্য আছে অসীম 
কেউ -কেউ রক্তের অভাবেই ছেড়ে গেছে প্রিয়জন।
আমরা যদি করতে পারি একটি জীবনদান 
ধন্য হবে,পুণ্য হবে, আমাদের এ কাজ 
কোনো ভয় নেই রক্তদানে, ক্ষতি হবে না নিজের জীবনের 
রক্ত আবার তৈরী হয় সুস্থ এ দেহে
মানুষের শরীর, এক আশ্চর্য সৃষ্টি-
প্রকৃতি দিয়েছে, চাহিদামতো সব জোগান 
সুন্দর জীবনে, প্রত্যেকে বেঁচে থাক সুস্থতায় 
মানুষের প্রয়োজনে, মানুষই আসুক রক্তদানেই- জীবনদানে।।

       ~  ব্রততী পরামাণিক
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu