Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

অনুশোচনা | কলমে ~ ডাঃ সেখ সাবের আলি | নীরব আলো


স্বদেশ ভূমি ফেলে এলাম
বিদেশ ভূমির কোলে,
পেটের দায়ে হন্যে হয়ে
অন্ন পাবো বলে।
বিরামহীন ক্ষুধার জ্বালা
সহ্য হয়না মোটে,
ফেলে আসা বাংলা ভাষা
আমার লেগে আছে ঠোঁটে ꫰
কেউ বুঝেনা আমার কথা
আমি কেমন তরো ছেলে,
বিদেশ আমার স্বদেশ হল
আপন মাকে ফেলে।
আমি ব্যাটা ল্যাজটা কাটা
কেন হলাম হনুমান,
টাকার নেশায় এলাম ছুটে
হারিয়ে দেশের মান।
স্বদেশ মা সবার বড়
আমি কেন ভুলে যাই,
আপন মায়ের মতো মা
আর তো কেহ নাই।
মায়ের চরণ স্মরণ করে
চলো সবাই ভাই,
মাকে ভুলে সুখ কুড়ালে
দোজকে হবে ঠাঁই ꫰
সুখ শান্তি হয়না বড়ো
হয়না বড় বিদেশ,
মায়ের চরণ মাথায় নিলে
ঘুঁচবে মনের ক্লেশ ꫰
তাইতো আজ পড়ছে মনে
আমার মায়ের মুখখানি,
বড় হয়েও আমি ছোট হলাম
মাকে সাজিয়ে দুয়োরানী।।

    ~  ডাঃ সেখ সাবের আলি
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu