আমার দিনের মুক্ত আলো গ্রামের মাটি মেখে,
রোদের তাপে পুকুর ঘাটে ভাসে সাঁতার কেটে।
রোজ বিকেলে কিতকিত আর কাবাডি খেলা,
সন্ধ্যে হলেই সবাই মিলে মশলা মুড়ির মেলা।
সাইকেলে চেপে এপাড়-ওপাড় গ্রামের মেঠো পথ,
নিত্য দিনের হইচই আর ভালো থাকার রসদ।
আমার প্রাণে সদাই বাজে সেই ভাটিয়ালি সুর,
ঠাকুমার গল্প শুনে কেটেছে অনন্ত দুপুর।
উৎসব আর ভালোলাগা আজও স্মৃতির পটে,
আলোর গতিবেগে চাই শৈশবে যেতে ছুটে।
আবার চাই ছোটবেলার একমুঠো রোদ্দুরের শিখা,
মনের মণিকোঠায় যত্নে রাখা শৈশব ফিরে দেখা।
রোদের তাপে পুকুর ঘাটে ভাসে সাঁতার কেটে।
রোজ বিকেলে কিতকিত আর কাবাডি খেলা,
সন্ধ্যে হলেই সবাই মিলে মশলা মুড়ির মেলা।
সাইকেলে চেপে এপাড়-ওপাড় গ্রামের মেঠো পথ,
নিত্য দিনের হইচই আর ভালো থাকার রসদ।
আমার প্রাণে সদাই বাজে সেই ভাটিয়ালি সুর,
ঠাকুমার গল্প শুনে কেটেছে অনন্ত দুপুর।
উৎসব আর ভালোলাগা আজও স্মৃতির পটে,
আলোর গতিবেগে চাই শৈশবে যেতে ছুটে।
আবার চাই ছোটবেলার একমুঠো রোদ্দুরের শিখা,
মনের মণিকোঠায় যত্নে রাখা শৈশব ফিরে দেখা।
2 Comments
Khub sundor hoyeche. Amar chotobrlar kotha mone pore gelo.
ReplyDeleteধন্যবাদ
Delete