অকৃপণ শব্দভান্ড বঙ্কিমে অসীম
একটি পাতায় একটি বাক্য অপূর্ব সৃজন,
গূঢ়ার্থ ভাবাবেগে কথাসাহিত্যে অপ্রতীম
চপল কোমল ছন্দসুধায় গদ্যরীতি পূজন।।
একটি পাতায় একটি বাক্য অপূর্ব সৃজন,
গূঢ়ার্থ ভাবাবেগে কথাসাহিত্যে অপ্রতীম
চপল কোমল ছন্দসুধায় গদ্যরীতি পূজন।।
উপন্যাসে শ্রেষ্ঠ যিনি সাহিত্যে সম্রাট
সন্ন্যাসী বিদ্রোহে সৃষ্ট আনন্দমঠের প্রসার,
ইতিহাস আর সমাজ নিয়ে দৃঢ় প্রেক্ষাপট
ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেবীচৌধুরানী জয়জয়কার।।
কথার উপর কথার বুনন অঙ্কুরিত কায়া
দেশাত্মবোধক মহাকাব্যে গীত "বন্দে মাতরম",
প্রাচ্য পাশ্চাত্যের মিলন ভূমিতে আদর্শের ছায়া
জীবন চেতনায় জ্যোতির্ময় তত্ত্বজ্ঞ বঙ্কিম অনুপম।।
"কমলাকান্তের দপ্তরে" ছদ্মনামে প্রাবন্ধিক প্রতীয়মান
ধর্ম দর্শন শিল্পতত্ত্বে বিচরিলেন মননশীল কক্ষপথে,
"বাংলার স্কট" নয় শুধু, নয় আধুনিকে ম্রিয়মাণ
ঊনবিংশের চেতনা পুরুষ - সমপ্রাসঙ্গিক সাহিত্যরথে।।
~ সুনন্দা রায়
© Copyright Protected
0 Comments