তমসার অন্ধকার ফুঁড়ে জ্ঞানালোকের যে কিরণ পড়েছিল তোমার প্রশ্ন যুক্ত মনে
তাই তুমি ছড়িয়ে ছিলে আতরের মত।
তোমার আলোকিত কলম দূর করেছিল
কুসংস্কার, পরিস্ফুট করেছিল আঁধারের সর্পভ্রম।
স্রোতের সঙ্গে প্রয়োজন নেই নিজস্বতা
প্রতিকূলে যেতে প্রতি মুহূর্তে লাগে কঠোর শ্রম,
প্রজ্ঞার জ্বালানি ভরে এভাবেই পার হলে কালাপানি,
দেখালে এক প্রতিশ্রুতি পূর্ণ পথ।
নতুনকে বরণ করার জন্য চাই উন্নত দর্শন,
নাক সিঁটকানোদের বংশও তোমার রাস্তায় হাঁটে,
শরীরে বর্ম পরে মাথায় শক্ত হেলমেট।।
তাই তুমি ছড়িয়ে ছিলে আতরের মত।
তোমার আলোকিত কলম দূর করেছিল
কুসংস্কার, পরিস্ফুট করেছিল আঁধারের সর্পভ্রম।
স্রোতের সঙ্গে প্রয়োজন নেই নিজস্বতা
প্রতিকূলে যেতে প্রতি মুহূর্তে লাগে কঠোর শ্রম,
প্রজ্ঞার জ্বালানি ভরে এভাবেই পার হলে কালাপানি,
দেখালে এক প্রতিশ্রুতি পূর্ণ পথ।
নতুনকে বরণ করার জন্য চাই উন্নত দর্শন,
নাক সিঁটকানোদের বংশও তোমার রাস্তায় হাঁটে,
শরীরে বর্ম পরে মাথায় শক্ত হেলমেট।।
~ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected
0 Comments