মহান মনীষী, মহান ঋষি বঙ্কিমচন্দ্র তুমি
তুমি এসেছিলে তাই তো হয়েছে ধন্য বঙ্গভূমি।
রামহরি মহাশয় পিতা যে তোমার, দূর্গেশ নন্দিনী মাতা,
পিতা মাতার কূল ধন্য করলে, কত যে গল্প কথা।
তুমি এসেছিলে তাই তো হয়েছে ধন্য বঙ্গভূমি।
রামহরি মহাশয় পিতা যে তোমার, দূর্গেশ নন্দিনী মাতা,
পিতা মাতার কূল ধন্য করলে, কত যে গল্প কথা।
কাঁঠাল পাড়ার মাটি যে আজকে সর্বজন সুবিদিত,
আকাশ-বাতাস সকলই সেখানে তব গুনে সুরভিত।
সাহিত্যাকাশে ধ্রুবতারা আর সাহিত্য-সম্রাট তুমি,
শয়নে স্বপনে তোমার নামই স্মরণ করি যে আমি।
দেশ-মাতৃকার বন্দনা মন্ত্র আমাদের দিলে দান
"বন্দে মাতরম্" মন্ত্রে জাগলো ভারতের সন্তান,
ইংরাজ ভূত পেয়েছিল ভয় তোমার কবিতা ও গানে
গীতার ব্যাখ্যা করেছিলে তুমি মহাঋষিসম জ্ঞানে।
সাহিত্য, সমাজ, রাজনীতি আর আইন কানুন জ্ঞানে
পূজনীয় তুমি, স্মরণীয় তুমি বিশ্ব-ভুবন জানে,
সংস্কৃতের মহা-পণ্ডিত, তোমার লেখনী মহান
আনন্দমঠ, দূর্গেশনন্দিনী, আরও কত দিলে দান।
ভারত-মাতার রত্ন ছেলে এসো যেন বার বার,
অঞ্জলি দিই তোমার চরণে, তুমি নমস্য সবার।।
~ নীতা কবি মুখার্জী
© Copyright Protected







0 Comments