Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

প্রত্যাবর্তন | কলমে ~ ডাঃ সেখ সাবের আলি | নীরব আলো


বেলা শেষে কূলে এসে
তাকিয়ে আছি দূরে
জলের ভিতর সূর্য দেখি 
ডুবছে কেমন করে।

ধীরে ধীরে জলের তলে
তলিয়ে গেল অতলে
হাহাকার করে ওঠে মন
আলো গেল চলে।

মনের দুঃখে আছি বসে
আকাশ পানে চেয়ে
সূর্য দেখি চাঁদ হয়ে
নীচে আসছে ধেয়ে।

অবাক হয়ে চেয়ে দেখি
কেমন তরো খেলা
রাতে দিনে আসে আলো
ভাসিয়ে আলোর ভেলা।

মেঘলা দিনে উঁকি দেয়
মিটি মিটি চায়
সাগর জলে আলোর রেখা
নেচে নেচে বেড়ায়।

জলের সাথে আলো দেখি
মিলে মিশে রয়
আগুন পানি একই ঘরে
মাটির জন্ম হয়।

মেঘ বিনা বৃষ্টি নাই
জন্ম সাগর জলে
হেসে হেসে মেঘের কোলে
আলো হয়ে জ্বলে।

বৃষ্টির ধারা পৃথ্বী বুকে
জীবন নিয়ে আসে
ফুলে ফলে সবুজ শাখে
ফোটে সৃষ্টির অভিলাষে।

আলো হাওয়া জলে স্থলে
করে জীবন খেলা
উদ্ভিদ প্রাণী জল মাটিতে
সাজালো বরণ ডালা।

সবুজে সবুজে হয় একাকার
আগামীর জীবন বীজে
বেলা শেষে মহাকালে এসে
মেশে নিজে নিজে।

কালের কবলে ইহকাল
মিশে যায় অবশেষে
পরকালের পরম আলো তখন
আবার ফিরে আসে।

আসা যাওয়া আলোর পরশ
জীবের জীবন গড়ে
বাতাস পরম বন্ধু হয়ে
জীবন রাখে ধরে।।


    ~ ডাঃ সেখ সাবের আলি
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu