বাবা সময় লিখতেন কাগজে।
আমি দেখতাম প্রতিষ্ঠান-বিরোধিতা
তপ্ত পথ পেরিয়ে, বাবার হাত ধরে
হরফে হরফে সম্পর্ক বুনে যেত।
প্রায় একজীবন পরে
বাবার মত কলম তুলে
সাদা কাগজে আঁচড় কেটে দেখি
এক টুকরো মেঘ ঘরে ঢুকে
কাগজ ভিজিয়ে যায়।
গলা-জলে ডুবে দেখি
সজল মেঘ পিতৃশ্লোক লিখতে দেয়না।
~ অভীক মুখার্জ্জী
© Copyright Protected
1 Comments
সুন্দর
ReplyDelete