পুরোনো আর নতুন দ্বন্দ্বের মাঝখান দিয়ে
নিঃশব্দে চলাচল করে এক কুন্ঠিত স্মৃতি।
কাউকে কিছু না জানিয়ে
প্ল্যাটফর্মে অপেক্ষারত স্মৃতি
জানেনা আগামীর ট্রেন কখনও অপেক্ষা করেনা।
চাকায় চাকায় সুতীব্র জিঘাংসা ছড়িয়ে
স্মৃতি বিদীর্ণ করে অগোচরে বিলীন হয় নিমেষে।
স্মৃতি শুধু অপেক্ষা করতে থাকে,
অনির্বাণ আগুন ভাঁড়ারে জমিয়ে।
ছাইচাপা হলেও সে তাকে জ্বালায়, পোড়ায়;
সহনশীলতার অমোঘ পরীক্ষা নিতে থাকে।
নিজে পুড়ে স্মৃতি আঁচ দেয় বিনামূল্যে।
পুরোনো ও নতুন দ্বন্দ্বের সেতুবন্ধন করে,
কর্তব্যপরায়ণতায় মুগ্ধ করে রাখে।
নতুন দ্বন্দ্ব আগামী দ্বন্দ্বের জন্ম দেয়
পুরোনো দ্বন্দ্ব জন্ম দেয় স্মৃতির।
স্মৃতি যোগায় অনুঘটক,
দ্বন্দ্ব কে আকাশ ছুঁইয়ে আনে।
স্মৃতিই তাই শ্রেষ্ঠ কারিগর।
তার কোনো ব্যর্থতা নেই।
সমস্ত অলিগলি ঘুরে,
ঠিক চোরাগোপ্তা দাঁত বসিয়ে
দ্বন্দ্বকে অমর করে রাখে।
নিঃশব্দে চলাচল করে এক কুন্ঠিত স্মৃতি।
কাউকে কিছু না জানিয়ে
প্ল্যাটফর্মে অপেক্ষারত স্মৃতি
জানেনা আগামীর ট্রেন কখনও অপেক্ষা করেনা।
চাকায় চাকায় সুতীব্র জিঘাংসা ছড়িয়ে
স্মৃতি বিদীর্ণ করে অগোচরে বিলীন হয় নিমেষে।
স্মৃতি শুধু অপেক্ষা করতে থাকে,
অনির্বাণ আগুন ভাঁড়ারে জমিয়ে।
ছাইচাপা হলেও সে তাকে জ্বালায়, পোড়ায়;
সহনশীলতার অমোঘ পরীক্ষা নিতে থাকে।
নিজে পুড়ে স্মৃতি আঁচ দেয় বিনামূল্যে।
পুরোনো ও নতুন দ্বন্দ্বের সেতুবন্ধন করে,
কর্তব্যপরায়ণতায় মুগ্ধ করে রাখে।
নতুন দ্বন্দ্ব আগামী দ্বন্দ্বের জন্ম দেয়
পুরোনো দ্বন্দ্ব জন্ম দেয় স্মৃতির।
স্মৃতি যোগায় অনুঘটক,
দ্বন্দ্ব কে আকাশ ছুঁইয়ে আনে।
স্মৃতিই তাই শ্রেষ্ঠ কারিগর।
তার কোনো ব্যর্থতা নেই।
সমস্ত অলিগলি ঘুরে,
ঠিক চোরাগোপ্তা দাঁত বসিয়ে
দ্বন্দ্বকে অমর করে রাখে।
~ অভীক মুখার্জ্জী
© Copyright Protected
0 Comments