Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

জননী বঙ্গভূমি | কলমে ~ নীতা কবি মুখার্জী | নীরব আলো

বাংলা আমার, জননী আমার, আমি তোমায় ভালোবাসি,
তোমার সুখের পরশ পেতে তাই বারে বারে আসি।
এই দেশেতে ঘর যেখানে গোলায় ভরা ধান,
স্নিগ্ধ নদীর কুলু-তানে জুড়ায় আমার প্রাণ।

তোমার আকাশ, তোমার বাতাস, তোমার দীঘির জল,
তোমার ফুলের মিষ্টি সুবাস, তোমার রসালো ফল।
কালবোশেখীর ঝড়ের শেষে আম কুড়াবার ধুম, 
টিনের-ছাদে জলের ফোঁটা, নাই যে চোখে ঘুম।

আমার বাংলা সোনা ফলায়, সকল দেশের রানী,
জননী আর জন্মভূমি সবার আপন জানি।। 

     ~  নীতা কবি মুখার্জী
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu