ড. বিধান চন্দ্র রায় স্মরণে
দুনিয়ার সকল ডাক্তারদের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে আমার নিবেদন.....
মান, হুঁশ নিয়ে এসেছি ধরাতে সবাই সবার জন্য,
মানব-সেবাই শ্রেষ্ঠ ধর্ম, জীবনটা হয় ধন্য।
চাষীভাই আর কামার-কুমোর, ধোপা-নাপিত সব ভাই,
সমাজের কাজে লাগেন তাঁরা সমাজের বন্ধু তাই।
ডাক্তারবাবু, গুরুমহাশয় সবার চরণে নমি
তাঁদের সেবাই ধন্য আমরা, ধন্য আপন-ভূমি।
ডাক্তারের বৃত্তি মহান বৃত্তি ঈশ্বরের কাজ করেন
মুমূর্ষু রোগীকে সেবা-চিকিৎসায় পূণর্জন্ম দেন।
মহামারী বলো, অতিমারি বলো সেবাই তো দিয়ে যান,
আমরা যেন কৃতজ্ঞ হয়ে তাঁদের করে যায় সম্মান।
আমার গ্ৰামের ডাক্তার ছিলেন স্বর্ণরেণু রায়
গরীবের তিনি ভগবান ছিলেন, ভুলতে পারিনি তাই,
পাঁচখানা গ্ৰামের গরীব দুঃখী পূজা করতো তাঁকে,
তাঁর নামে আছে চিকিৎসালয়, ফ্রি-তে ওষূধ থাকে।
আর এক ছিলেন মহান-মনীষী বিধানচন্দ্র রায়
যতই করি গুনাগুন তাঁর, তবু কম বলা যায়।
দুঃখীদরদী ভগবান তিনি, তাঁর চরণে প্রণাম,
যতদিন রবে বাংলা, বাঙালি,থাকবে যে তাঁর নাম।
নতুন বাংলা গড়ে দিয়ে গেছো, আমরা গর্ব করি,
তোমার নামটি সদা সর্বদা তাই তো স্মরণ করি।
বাংলা মায়ের আরেক রত্ন বিধান চন্দ্র তুমি
তোমার চরণ পরশে আজকে ধন্য বঙ্গভূমি
বাঙালির মেধা , বাঙালির জেদ মানে না কখনো হার,
তাই তো তোমার মুখে সদা হাসি, গলায় বিজয়ীহার।
তোমার মতন ডাক্তার যেন জন্মায় ঘরে,
আজ শুভদিনে স্মরণ করি, তাই প্রণমি সাদরে।
পৃথিবীর যত ডাক্তারবাবুরা অনুসরণ করুন তোমায়,
সবার উপরে মানুষ সত্য, পথ দেখিয়েছো তাই।
~ নীতা কবি মুখার্জী
© Copyright Protected
0 Comments