মনে হতো এইতো সেদিন
এখানে জঙ্গল ছিলো, ধান জমি ছিলো
আজ প্রকৃতি মানুষের কবলে।
ঘোর কালো মেঘে কালবৈশাখী আসে না
আসে না "শালবনে হুল্লোড় ওই এল ঝড়---"
প্রতিশোধের ভাষা নিয়ে আসে সুনামি, তুফান।
জানি কাল থেকে কালান্তরে
চলে আসছে একি ট্রেডিশন
খাণ্ডবদহন, হনুমানের পর্বত উঠিয়ে আনা
গিরি গোবর্ধনের গিরি ধরা
ময়দানবকে খুঁজতে জঙ্গলে আগুন লাগানো।
স্বার্থের জন্য ধ্বংস হয়েছে কালে কালে
হাজার হাজার কিলোমিটারের আমাজন নিশ্চিহ্ন মানুষের লোভের কারণে।
কেউ ভেবে দেখে না যে বিষবৃক্ষ রোপন করছি
তার ফল বংশপরম্পরায় ভোগ করতে হবে।
অনেক হয়েছে আর নয়,
প্রকৃতি বাঁচাতে হবে গাছ রোপণ করতে হবে।
হাতে হাত মিলিয়ে আসুন করে দেখাই,
প্রকৃতিকে ধ্বংস নয় সৃজন করবো।
~ হর্ষময় মণ্ডল
© Copyright Protected
0 Comments