Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

সভ্যতার অবনতি | কলমে ~ জুহি/অর্পিতা | নীরব আলো

 
পর্বতের বুকে ধাক্কা খেয়ে মেঘ বৃষ্টি ঝরায়,
বৃষ্টির শীতল জল পেয়ে ধরণী ফসল ফলায়।
প্রকৃতি অদ্ভুত ক্রিয়া করে যায়,
মানুষ তাই বিস্ময়ে অবাক হয়ে তাকায়।
প্রকৃতি শুধু দিয়েই যায় ফেরৎ কি বা চায়?
নিষ্ঠুর মানুষ তবু তাকে বৃথাই
দোষে হায়!!
প্রকৃতিকে সে কুঠার হেনে ব্যথাই দিয়ে যায়,
পথে পথে রক্তের বন্যা ভাসিয়ে কি বা সে পায়?
চাতক যেমন আকাশে বৃষ্টির হেথা চায়,
যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী তাই চাতকের ন্যায় শান্তি কামনা করে যায়।
প্রকৃতিকে আঘাত করা একি নিষ্ঠুর খেলা,
প্রেম, ভালোবাসা, মমতার প্রতি বড়ই অবহেলা।
প্রকৃতির সাজঘরে শত শত মানুষের মেলা,
তবু হৃদয়ের গভীরে সকলে আজ কত একলা।
নদী বয়ে যায়, ফুল ফুটে যায় মানুষকে একটু আনন্দ দেবে তায়।
হিংসা মারামারি সভ্যতার অবনতি,
এই কি জীবনের সার্থক পরিণতি?

         ~ জুহি/অর্পিতা
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu