তীক্ষ্ণ ধারাল স্বর নামিয়ে কথা বলছে
অতৃপ্ত আত্মা অতৃপ্ত অনুভূতি।
বাতাসের মতো ঝাঁপিয়ে পড়লাম
ওই সবর গাছের ডালে ঝুলিয়ে রেখে রুহ
তীর ছুঁড়ে মারে একটি বিদগ্ধ পাপ।
অতৃপ্ত আত্মা অতৃপ্ত অনুভূতি।
বাতাসের মতো ঝাঁপিয়ে পড়লাম
ওই সবর গাছের ডালে ঝুলিয়ে রেখে রুহ
তীর ছুঁড়ে মারে একটি বিদগ্ধ পাপ।
ওই পাহাড়ের পাদদেশ থেকে দানব সেপাই,
সুরালো সংগীতের ঝাঁঝালো গন্ধ
পরিতৃপ্ত ক্বলব এই রাতে একা জেগে ওঠে
কান্নার সাত সুর মেখে নিয়ে শুয়ে আছি
বাতাসের স্পর্শে কেঁপে কেঁপে উঠি
বাতাস ওড়ায় কিছু ধারালো শব্দ।
~ উমর ফারুক
© Copyright Protected
0 Comments