Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আমি একটি গাছ | কলমে ~ তারিক আনোয়ার | নীরব আলো


আমাকে কেটে নিজেদের প্রয়োজন মেটাও
মৃত শরীরও তোমাদের থেকে ছাড়া পায় না, 
আসবাবপত্রের সুখ নিতে বাড়িয়ে দিয়েছ যন্ত্রনা। 
অন্ততঃ একটি গাছ লাগিয়ে দেখাও, 
তারপর তোমরা অক্সিজেন চাও।
আমারও প্রাণ আছে; ভুল করে জড় ভাববে না। 

কখনো কারও কাছে কিছু চাইনি আমি, 
ক্ষত বুকে তোমাদের ভালো চেয়েছি বারবার
নদীগর্ভে স্মৃতির সমাধি প্রতিনিয়ত তোমাকে করছে ছারখার। 
রক্ষা করো তোমাদের ভিটেমাটি জন্মভূমি
কৃষকের শেষ সম্বল একটুকরো জমি, 
আমাকে ঐ পাড়েতেই পুঁতে দাও; চেষ্টা করবো বাঁচাবার। 

কত ঝড় রুখে দিয়েছি অবলীলায়
বিনিময়ের খাতায় কেবলই শূন্যতা পেয়েছি, 
প্রকৃতির প্রতিশোধে শেষ পর্যন্ত নিজেকে ভেঙেছি। 
তবু তোমাদের জীবন দিয়েছি বরণডালায়, 
যুগে যুগে বেড়ে উঠেছি চরম অবহেলায়। 
প্রাণী জগৎ বাঁচিয়ে রাখতে; গুরু দায়িত্ব কাঁধে নিয়েছি। 

আমাকে পোড়াতে গিয়ে জ্বালিয়েছ পৃথিবীর ফুসফুস, 
তুমিও প্রখর রৌদ্রে একদিন পুড়ে যাবে
তখন আমার শান্ত নিবিড় ছায়া খুঁজতে চাইবে। 
আমাকে রক্ষা করার নেই কি কারো সাহস?
কতো মৃত্যুর পর ফিরবে পরিবেশের জৌলুস। 
আধুনিক প্রযুক্তির পৃথিবী; আমাকে একটু বাঁচাতে দেবে।

     তারিক আনোয়ার
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu