প্রকৃতি হে বিশ্বমাতা
তুমি যে জীবের পরিত্রাতা।
প্রাণীকুল যাকে করিছে তুচ্ছ
সেই অরণ্য দিচ্ছে মাতৃস্নেহ।
এ কেমন হবে?
সব কি ডুবিয়া যাইবে তবে!
কদাচিৎ নয়, সম্ভ্রম হইয়াছে
জীবকুল অরণ্যকে ছাড়া
কি করিয়া বাঁচিবে?
বাঁচিতে হইলে অরণ্য মাতাকে
করিতে হইবে পূজন৷
শ্রদ্ধা করিতে হইবে প্রকৃতির বৃষ্টিরে
বন্ধু হইতে হইবে গাছের
বন করিতে হইবে সৃজন।
এই বিশ্ব আজি
করিয়াছে লেশ বনানীর।
এই জীবকুল বাঁচিবে তবে
যেদিন বন্যপ্রাণ রইবে ভবে॥
তুমি যে জীবের পরিত্রাতা।
প্রাণীকুল যাকে করিছে তুচ্ছ
সেই অরণ্য দিচ্ছে মাতৃস্নেহ।
এ কেমন হবে?
সব কি ডুবিয়া যাইবে তবে!
কদাচিৎ নয়, সম্ভ্রম হইয়াছে
জীবকুল অরণ্যকে ছাড়া
কি করিয়া বাঁচিবে?
বাঁচিতে হইলে অরণ্য মাতাকে
করিতে হইবে পূজন৷
শ্রদ্ধা করিতে হইবে প্রকৃতির বৃষ্টিরে
বন্ধু হইতে হইবে গাছের
বন করিতে হইবে সৃজন।
এই বিশ্ব আজি
করিয়াছে লেশ বনানীর।
এই জীবকুল বাঁচিবে তবে
যেদিন বন্যপ্রাণ রইবে ভবে॥
~ কুশল রায়
© Copyright Protected
0 Comments