Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

স্বাধীন হওয়ার মানে | কলমে ~ সৌমেন্দ্র দত্ত ভৌমিক | নীরব আলো

স্বাধীন হয়েছি কি আমরা আদৌ?
স্বাধীনতার মানে স্বেচ্ছাচারীতা নিয়ে
কোনো বাগাড়ম্বর অপ্রত্যাশিত,
বরং নিজের মনকে নিজের অধীনে রেখে
মুক্ত ভাবনায় পাখিটিকে উড়িয়ে দেওয়া।
স্বাধীনতার মানে অন্যের স্বাধীন চেতনাকে
মান্যতা দিয়ে মাথাখানি উঁচু রাখা,
এবং পরাধীন মানুষটাকে জঞ্জাল থেকে
বাঁচিয়ে মুক্ত রাজপথের ঠিকানা দেখানো।
এবার স্বাধীন মানসিকতায় সততার সাথে
অন্যের হিতসাধনে অক্লেশে ব্রতী হওয়া।
তবে এত কেন হানাহানি কলহ-বিবাদ
সামাজিকতার প্রতি রন্ধ্রে রন্ধ্রে?

মানুষের সাথে মানুষটার দানবীয় আচরণে
স্বাধীনতা বিপন্ন হয় পদে পদে,
তখন বাঁচার মানে পরাধীনতার নামান্তর।
তখন স্বাধীন দেশে পরাধীনতার নিশান ওড়ে
এখানে-ওখানে, মাঠে-ঘাটে ময়দানে।
বিষন্ন কাতরতায় তখন ভাবি,
কথা কও, কথা কও স্বাধীনতা সত্য মানবিকতায়,
না হলে স্বাধীন হলাম কি আমরা আদৌ?

     সৌমেন্দ্র দত্ত ভৌমিক 
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu