সীমান্তের প্রহরী তুমি সৈনিক,
কাঁধে তুলে নিয়েছো
দেশ রক্ষার ভার।
কাঁধে তুলে নিয়েছো
দেশ রক্ষার ভার।
মৃত্যুকে প্রতি মূহূর্তে
পায়ের ভৃত্য করে
এগিয়ে চলেছো তুমি ....
দেশমাতাকে পরিয়েছো রক্ষাকবজ।
সৈনিক
তোমার পরনের পোশাকে
আছে যে অনেক গুরুভার।
সৈনিক
তুমি পিছনে ফেলে এসেছো
ঘর ঘরনী আর সন্তান।
ত্যাগ করেছো সকল মায়া
আর পিছুটান,
নিজের জীবনকে উৎসর্গ করেছো
দেশ রক্ষার মহান যজ্ঞে।
সৈনিক
তুমি তো বীর।
তোমার বীর বিক্রমই
তোমার পরিচয়।
তুমি তো হারতে শেখোনি।
নিজের প্রতিটি রক্ত বিন্দু দিয়ে
বারে বারে তুলে ধরেছো
জয়ের পতাকা।
~ শিউলী ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected
0 Comments