যখন অবচেতনে গভীরে ঢুকে পড়ি স্বাধীনতার,
কি বিশাল আত্মত্যাগ, কি বিশাল মহাসমুদ্রসম বাধার পাহাড়
মাথায় নিয়ে লড়েছিল যারা-
তারা কি মানুষ ছিল, না ছিল জীবন্ত ঈশ্বর!
বজ্রের মতো শক্তিধারী ভারতমাতার সন্তান দল,
বন্দে দেবী ভারতমাতা, বন্দে বীর শহিদ সকল৷
তোমরাই হলে কারিগর সব সোনার স্বাধীনতার,
তোমরাই হলে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা এই ভারতমাতার৷
তোমাদের দেওয়া আর্শিবাদে আমরা হলাম ধন্য,
তোমাদের যেন ভুলে না যাও এই জীবনে কখনও৷
বিনা আয়াসে বিনা প্রচেষ্টায় মিলেছে অনেক কিছু।
এত অপলাপ এত অপচয় বারবার,
সব কিছুর মূল্য ধূলার মতো মলিন,
স্বাধীনতা আমার স্বপ্নের স্বাধীনতা,
তোমার কাছে সব কিছু মুল্যহীন৷
কি বিশাল আত্মত্যাগ, কি বিশাল মহাসমুদ্রসম বাধার পাহাড়
মাথায় নিয়ে লড়েছিল যারা-
তারা কি মানুষ ছিল, না ছিল জীবন্ত ঈশ্বর!
বজ্রের মতো শক্তিধারী ভারতমাতার সন্তান দল,
বন্দে দেবী ভারতমাতা, বন্দে বীর শহিদ সকল৷
তোমরাই হলে কারিগর সব সোনার স্বাধীনতার,
তোমরাই হলে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা এই ভারতমাতার৷
তোমাদের দেওয়া আর্শিবাদে আমরা হলাম ধন্য,
তোমাদের যেন ভুলে না যাও এই জীবনে কখনও৷
বিনা আয়াসে বিনা প্রচেষ্টায় মিলেছে অনেক কিছু।
এত অপলাপ এত অপচয় বারবার,
সব কিছুর মূল্য ধূলার মতো মলিন,
স্বাধীনতা আমার স্বপ্নের স্বাধীনতা,
তোমার কাছে সব কিছু মুল্যহীন৷
~ দীপান্বিতা পান্ডে
© Copyright Protected
0 Comments