Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

স্বাধীনতার কঙ্কাল | কলমে ~ সাধন প্রামাণিক | নীরব আলো


রক্তে আমার উদ্দাম স্বাধীনতা
পরাধীনতার শেকল ভাঙার গান,
মানতে পারি না বন্ধন-অধীনতা
এ যে আমাদের অর্জিত সম্মান।

পূর্বপুরুষ রক্ত দিয়েছে ঢালি
অঞ্জলি ভরে যজ্ঞ-বেদীর মূলে,
যে প্রদীপ তাঁরা গিয়েছেন সেথা জ্বালি
আজকে সে দীপ ম্লান কেন, কার ভুলে?

দু'বেলা দু'মুঠো জোটে কিম্বা না জোটে
মাতৃভূমেও আছে যেন পরবাসে,
স্বাধীনতা শুধু ভোট-বাক্সের ভোটে
আজীবন মরে দারিদ্র্য সন্ত্রাসে।

নারী-স্বাধীনতা বন্দী রান্না-ঘরে
শিশু শ্রমিকের কান্না যাচ্ছে শোনা,
গণতন্ত্রের শরীর কাঁপছে জ্বরে
উন্নয়নের বীজ কি হয়েছে বোনা?

আজও জাতপাত, মানুষে মানুষে ভেদ
ধর্মের নামে বিভেদের বেড়াজাল,
স্বাধীন দেশের সমাজে এমন ক্লেদ
এ কি স্বাধীনতা, না কি কোনো কঙ্কাল!


         সাধন প্রামাণিক
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu