চলো, আমরা আজ এক বাস্তব বৃষ্টিতে ভিজবো,
হতে পারে মরুভূমিও আসবে প্রার্থী হয়ে....
আমরা প্রত্যেকে, ধরে নাও জলবায়ুর দেশ ------
প্রত্যেকেতেই আজকাল বড্ড উষ্ণায়ন!
প্রত্যেকেরই উপকূল ডুবে যাচ্ছে.... ওহো ভুল হল ------
আমরা ডুবে যেতে থাকার জন্যেই উপকূল হচ্ছি!
আমরা প্রত্যেকে, ধরে নাও জলবায়ুর দেশ ------
প্রত্যেকেতেই আজকাল বড্ড উষ্ণায়ন!
প্রত্যেকেরই উপকূল ডুবে যাচ্ছে.... ওহো ভুল হল ------
আমরা ডুবে যেতে থাকার জন্যেই উপকূল হচ্ছি!
আমরা এখন আর কোনো ভূখন্ড নই,
আমাদের মাথার ওপর নেই মেঘের বর্ষাকাল,
আমরা বৃষ্টিতে ভিজতে থাকার প্রার্থী তো....
বুঝলে না;
আমরাও বাস্প হয়ে পরীক্ষা দিচ্ছি....!
আমরা বুঝি ভিজলাম না....,
হায় বন্ধু, দৃষ্টি খুঁড়ে মাটি-চাপা দাও....
কুড়ি-কিংবা পঁচিশে তোমাতে কত বৃষ্টি ঝরেছে....
তোমাকে আজকে সম্মান জানানো হলো, এই নিয়ে;
ভ্রমের বৃষ্টিতে স্পষ্ট শিক্ষিত;
নিয়োগপত্রের বাস্প হওয়াতেই স্বস্তি....!
ধিক্কার আসে..... এই মুক্তিতে
বৃষ্টি আজও আসে এই স্বাধীন
অস্তিত্বে....!
~ অদৃষ্ট
© Copyright Protected
0 Comments