Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

অন্য স্বাধীনতার পদধ্বনি | কলমে ~ হারাধন ভট্টাচার্য্য | নীরব আলো



পনেরোই আগস্টের পড়ন্ত বিকেল
সোনালী সবুজ মাঠ,
সবুজ অবুঝ কয়েকটি শিশুর হাতে
সরু একটা লাঠির মাথায় কুড়িয়ে পাওয়া
কাগজের ভারতের তেরঙা জাতীয় পতাকা।
পতাকা দণ্ডটি মাটিতে গেঁথে,
মুষ্টিবদ্ধ ডান হাত শূন্যে তুলে,
আনন্দে, উচ্ছ্বাসে, আবেগে
শ্লোগান দেয়- "বন্দে----মাতরম্" 
,"ভারত মাতা কি-জয়", "ইন কিলাব জিন্দাবাদ",
" মা-মাটি-মানুষ  জিন্দাবাদ..."              
মনে হলো, সব  রঙ মিশে গিয়ে
ওদের মনের মতো একরাশ "সাদা"য় ভরেছে
ভারতবর্ষের অন্তর-আত্মা।
সব স্লোগান গান হয়ে মিশে কানে আসছে                    
মাতৃ বন্দনার মন্ত্র: "বন্দেমাতরম--"                            
দিগন্তের আকাশ আলোকময় গৈরিক,
তার নীচে সরল সাদা উন্মুক্ত উদার হৃদয়,        
মাটিতে মাটি-মায়ের বুকভরা সবুজ আদর,        
প্রকৃতির আপন রঙে মায়াবী তুলিতে  আঁকা          
ভারতবাসীর গর্বের জাতীয় পতাকা।
আমার চোখে আর এক অন্য স্বাধীনতার স্বপ্ন,
যার মধ্যে প্রছন্ন জোয়ারের কলস্বর শুনি,      
দেখি সূর্যের মতো স্বাধীনতার আলো, উত্তাপ।
বহু দিনের জমাট অন্ধকারকে করেছে আলোকিত,
চেতনার উত্তাপে বজ্র-কঠিন বঞ্চনা আর উপেক্ষাকে
করেছে পদানত।
সেই আসন্ন আগামীর পদধ্বনি তোমরা কি শুনতে পাচ্ছ?
মাটিতে কান পাতো।
জীবন-নদীর জল ছুঁয়ে দেখো,
সেখানে কতটা অশ্রু মিশে আছে॥

        হারাধন ভট্টাচার্য্য 
© Copyright Protected


Post a Comment

0 Comments

Close Menu