কাল থেকে কালান্তরে মানুষ চলেছে ক্রমান্বয়ে বংশ পরম্পরায়
কেউ ধরেছে হাল, কেউ বুনেছে বীজ
ছন্দ পতন সেখানেই,
সেই ফসল গ্রাস করে অন্য কেউ
নিরন্ন মানুষ নিরন্নই থাকে।
নতশিরে যে অন্ন তুলে দেয় অর্থবানদের হাতে, অনর্থ বাঁধায় তারা সেই অন্ন ভিক্ষা দেয় তাদের
ভিক্ষার দানে বেঁচে থাকে তারা।
এটাই স্বাধীনতা !
এর জন্য রক্ত দিতে হয়েছিল!
অনশন, ডান্ডি অভিযান, সত্যাগ্রহ-
এই সততা রক্ষা করার জন্য!
হায় ভারত ! হায় অসহায় মানুষ!
কেড়ে নাও তাদের,
গরীবের রক্তে গড়ে উঠেছে যাদের সম্পদের ভাণ্ডার;
ফিরিয়ে দাও মেহনতী মানুেষর মর্যাদা। আমরা আবার রক্ত দেব-
ফিরে এসো নেতাজী, গান্ধিজী।
~ ডাঃ হর্ষময় মন্ডল
© Copyright Protected
0 Comments