Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

একদিন হবেই | কলমে ~ রাহুল ভট্টাচার্য | নীরব আলো

         একদিনে হবে না,
        কিন্তু একদিন তো হবেই।
        স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো,
        আঁকড়ে রাখো হৃদয় দিয়ে;
        যেমনটা আগলে রেখেছিল
        বাংলার দামাল ছেলে
       ওই তিনরঙা পতাকাটাকে,
কাঁটা মারা শাসকের জুতোর তলায়।
কাদা লাগা রক্তপিন্ড আর
শত শত বলিদান-
অবশেষে সেই স্বপ্নের দিন।
রক্তে ভেজা মাটিতে চোখের জলে লেখা
আমার স্বাধীন ভারতবর্ষ।
ঠিক সেই একদিনটা এলো,
কিন্তু একদিনে এলো না।
কখনও দেখেছ কি আর্তের কান্না? বুঝেছ কি দেশ ভাগের যন্ত্রনা?
দাঙ্গায় পুড়ে যাওয়া দোমড়ানো বাড়িগুলো?
মনে হচ্ছিল, দেশটা বুঝি আর রইলো না।
দেশ তার নিজের জায়গায় রইল তিনরঙা নিয়ে,
এসব একদিনে হবে না,
কিন্তু একদিন তো হবেই।
দেশের মেয়েগুলো গুমরে কাঁদে
সমাজ যন্ত্রনায়,
চোরা স্রোতে দেখো হারিয়ে যাচ্ছে,
অজানা মন্ত্রনায়।
কখনও ওরা বিক্রি হয় মোটা পণের দামে,
সমাজই ওদের হত্যা করে ভ্রূণ হত্যার নামে।
তবু ওরাই মীরা, ওরাই মেরি,
জীবনযুদ্ধে লড়বেই;
পুরুষশাসিত সমাজের বুকে,
নতুন দেশটা গড়বেই।
পঁচাত্তরটা বছর পেরিয়ে এলাম,
অনেক দোষ ত্রুটির মোড়কে মোড়া
আমাদের স্বাধীনতা।
ওই তিনরঙা তো আমাদের
দীর্ঘ লড়াইয়ে ছিনিয়ে আনা;
নীল আকাশের মাঝে ওই তিনরঙা-
আগলে রাখো, আঁকড়ে রাখো,
নতুন করে সাজাই চলো দেশটাকে।
একদিনে হবে না জানি,
কিন্তু একদিন তো হবেই।

        রাহুল ভট্টাচার্য
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu