Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

স্বাধীনতার পূর্বে | কলমে ~ দেবশ্রী সরকার বিশ্বাস | নীরব আলো


রিদেবপুর গ্রাম, প্রত্যন্ত এলাকা। প্রথম প্রজন্ম এখানে পড়াশোনা শিখছে। তাদের পূর্ববর্তী প্রজন্ম সবাই প্রায় অশিক্ষিত, বিশেষত মহিলারা। তাদের তো অক্ষর পরিচয়টুকুও নেই। পৌলোমী একজন সমাজকর্মী, এখানকার বয়স্ক মহিলাদের মধ্যে শিক্ষার আলো জ্বালার উদ্দেশ্যেই সে এখানে এসেছে। কিন্তু সে সুযোগ এখনো পর্যন্ত হয়নি।

           আজ স্বাধীনতা দিবস আজই কাজটা সারতে হবে, তাই ভোরবেলা বেড়িয়ে পরে পৌলোমী। ভোরবেলা এই গ্রামের মেয়ে-বৌরা পুকুরঘাটে স্নানের জন্য আসে, এটি এই গ্রামের রীতি। পৌলোমী পৌঁছে যায় পুকুর ঘাটে। শিক্ষাই যে মনের অন্ধকারকে দূর করে ভালো মন্দ বিচারের শক্তি জাগায়, সঠিক পথে চলতে শেখায়, শিক্ষার মাধ্যমে মনের অন্ধকারের মুক্তিই যে স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা- পৌলোমী এই কথাগুলি গ্রামের মেয়েদের বুঝিয়ে বলে। সে আরো বলে, "কাল সন্ধ্যেবেলায় আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তোমরা খাতা-পেন নিয়ে চলে আসবে"। অনেকেই সম্মতিসূচক ঘাড় নাড়ে, মহিলাদের মধ্যে অনেকেরই মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তখনই পুব আকাশ রাঙা করে স্বাধীনতার দিনের সূর্য ওঠে।

     দেবশ্রী সরকার বিশ্বাস
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu