Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ভারতমাতা | কলমে ~ শীলা সোম | নীরব আলো

বীর প্রসবিনী ভারত মাতার চোখে ঝরে জল,
স্বাধীন হয়েও তবু কেন পরাধীনতার শৃঙ্খল?

বেড়েই চলেছে সন্ত্রাস আর পৈশাচিক উল্লাস,
নিরাপত্তাহীনতায় ভোগে মানুষ, ফেলে দীর্ঘশ্বাস।

যাঁদের আত্মত্যাগের ফলে এসেছে স্বাধীনতা-
ভুলেই গেছে দেশের মানুষ, তাঁদেরই কথা।

স্বাধীনতা মানেই যথেচ্ছাচার, দৃষ্টান্ত যে কত,
পথে ঘাটে আজও লাঞ্ছিত নারীর কান্না অবিরত।

খুনোখুনি, হানাহানি, শুধু বৈষম্যের লড়াই,
কী করে আর করবে সবাই স্বাধীনতার বড়াই?
  
হারিয়ে গেছে সে সব দিন, মায়ের দামাল ছেলে,
হাসিমুখেই মৃত্যুবরণ, কত যে গেছেন জেলে।

সয়েছেন ব্রিটিশদের কত অকথ্য অত্যাচার,
মায়ের শৃঙ্খল মোচনে মানেন নি তাঁরা হার।

দেশের আজ বড়ো দুর্দিন, তাঁদের স্মরণ করে,
করবো শপথ, এক হবো মোরা, রাখবো সেটা ধরে।

ভেদাভেদ ভুলে সবাই মিলে করবো অঙ্গীকার,
ভারতমাতার চোখে তখন ঝরবে না জল আর॥

           শীলা সোম
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu