স্বাধীন দেশে বাস মোদের, মোরা সবে স্বাধীন,
আনন্দেতে কাটাই মোরা, নইকো পরাধীন।
আনন্দেতে কাটাই মোরা, নইকো পরাধীন।
করি মোরা স্বেচ্ছাচার, পেয়েছি মোরা অধিকার,
যাঁদের তরে স্বাধীনতা, তাঁদের ভুলি বারবার।
অত্যাচারিত দেশবাসী সবে, ব্রিটিশ শাসনে,
দুঃখে কাটাতো জীবন পরাধীনতার বাঁধনে।
অত্যাচারীর কবল হতেই দিতে যে মুক্তি
নিজ স্বার্থ তুচ্ছ করে, শহীদের আত্মাহুতি,
দেশকে রক্ষার তরে হাসিমুখে পরে ফাঁসি,
দৃষ্টান্ত বানালেন যাঁরা প্রাণের মায়া নাশি।
অগাস্ট মাসের পনেরো, দেশকে করে মুক্ত,
আত্মবলিদানে শহীদেরা হলেন জয়যুক্ত।
ধন্য মাতা ভারতবর্ষ, তোমায় করি নমস্কার,
বীর সন্তানের জন্মদাত্রী, মানো নি কভু হার।
মানায় না যে এমন সোনার দেশে অরাজকতা,
ভারতবাসী বলে মোদের, রাখতে হবে একতা।
~গোপা সোম
© Copyright Protected
0 Comments