Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

জীবনের জয়গান | কলমে ~ রোহন মণ্ডল | নীরব আলো


 মৃত্যু যেথায় পুণ্য কর্ম 
আর মানবতা হয় মৃত,
স্বাধিকার সেথা অভিধানে দৃশ্য
আর বাস্তবে অদৃশ্য।
 জেলখানা সেথায় ইন্দ্রপুরী রে ভাই,
আর ফাঁসির মঞ্চ স্বর্গ,
গার্ডরা সব কিন্নর সেথা
সদাই সেবায় ব্যস্ত।
সোমরস সব লাঠি হয়ে ভাই
পুণ্যাত্মার প্রাণ পিপাসা মেটাই। 
 
জেলারবাবু ইন্দ্রসম লোক,
ভারি ভালো,
তার সেবাতেই দিবারাত্র জ্বলছে রে ভাই 
সন্তানের চিতার আলো। 
জল্লাদ সেথা অপ্সরা হয়ে 
হাতে নিয়ে পুষ্প মালা, 
মিটিয়ে দেবে এক নিমেষে
মনের সকল দুঃখ জ্বালা। 

এই স্বর্গের সন্তান আমি
ভারতবর্ষ আমার জননী, 
বিদেশী শক্তি মেরেছে বহু
কিন্তু আমরা আজও মরিনি। 
জীবন সঁপেছি মায়ের চরণে
মৃত্যুকে আজ করি প্রণাম,
ফাঁসির মঞ্চে লিখে যাব আমি
জীবনের জয়গান।

        রোহন মণ্ডল  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu