তোমার হাত ধরেই
শিখেছি বর্ণমালা!
তোমার সমাজ শুদ্ধিকরণের
হাত ধরে প্রচলিত হয়
বিধবা বিবাহ!
তোমার গুণ ভাবনাতীত,
তুমি বাংলার সেই গৌরব
যে বাঙালির মনে
থাকবে চিরন্তন!
আজ তোমার পুণ্য জন্মতিথিতে
তোমাকে করি নমন!
কেটে যাবে অনন্ত কাল,
তবু কেউ আসবে না
এই বসুন্ধরায় তোমার মতন৷
~ পৌষালী সেনগুপ্ত
© Copyright Protected
0 Comments