ভগবতী দেবীর বীর সন্তান
বিদ্যাসাগর নাম,
মেদিনীপুরের বীর সিংহ
হল যে তাঁর ধাম।
বর্ণপরিচয় দিয়ে করলেন
শিক্ষার হাতে খড়ি,
জ্ঞানের প্রদীপ জ্বালালেন তিনি
কঠিন পণ করি।
তাঁর দানে নিরক্ষর
পেল অক্ষরের পরিচয়,
বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়
তাঁরই দানের স্বাক্ষর।
নারী শিক্ষা, বিধবা বিবাহ
তাঁর ছোঁয়াতেই পেল যে নতুন প্রাণ,
ঈশ্বর তিনি গরীব দুঃখীর
আর্ত পীড়িতের ত্রাণ।
সমাজ সংস্কারে দিয়েছেন তিনি
নতুন পথের দিশা,
হে মহামানব প্রণমি তোমায়
তুমি তো পরম পিতা।
বিদ্যাসাগর নাম,
মেদিনীপুরের বীর সিংহ
হল যে তাঁর ধাম।
বর্ণপরিচয় দিয়ে করলেন
শিক্ষার হাতে খড়ি,
জ্ঞানের প্রদীপ জ্বালালেন তিনি
কঠিন পণ করি।
তাঁর দানে নিরক্ষর
পেল অক্ষরের পরিচয়,
বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়
তাঁরই দানের স্বাক্ষর।
নারী শিক্ষা, বিধবা বিবাহ
তাঁর ছোঁয়াতেই পেল যে নতুন প্রাণ,
ঈশ্বর তিনি গরীব দুঃখীর
আর্ত পীড়িতের ত্রাণ।
সমাজ সংস্কারে দিয়েছেন তিনি
নতুন পথের দিশা,
হে মহামানব প্রণমি তোমায়
তুমি তো পরম পিতা।
~ শিউলী ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected
0 Comments