Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর | কলমে ~ অভিজিৎ দত্ত | নীরব আলো

কুসংস্কারের গাঢ় অন্ধকারে
বাংলা যখন নিমজ্জিত 
বিদ‍্যাসাগর, তুমি তখন এসেছিলে
অন্ধকারে আলোর ন‍্যায়-
এক দেবদূতের মতো।

তুমি লড়াই করেছিলে
নানা কুপ্রথার বিরুদ্ধে।
সফল হয়েছিলে
অনেক লড়াই করে,
বিধবা বিবাহ চালু করতে।

তুমি বুঝেছিলে, শিক্ষা ছাড়া
সমাজ অন্ধকার।
তাই এগিয়ে এসেছিলে
করতে শিক্ষার প্রচার-
সমাজকে এগিয়ে নিয়ে যেতে,
জোর দিয়েছিলে নারী শিক্ষাতে।

মানুষ যতদিন থাকবে 
অশিক্ষার অন্ধকারে,
দেশ হবে তত নড়বড়ে-
তাই দরকার গণশিক্ষার।
এই কারণে লিখেছিলে বর্ণপরিচয়
যার ছিল খুব দরকার।

বিদ‍্যাসাগরের আরেক নাম দয়ার সাগর।
বুঝেছিলেন মানুষের বিপদে সবসময়
পাশে থাকা দরকার।

বিদ‍্যাসাগর ছিলেন লড়াকু;
নির্ভীক, অক্লান্ত এক যোদ্ধা।
বিদ‍্যাসাগরের জন্মদিনে
এই মহাপুরুষকে জানাই অন্তরের শ্রদ্ধা।

       অভিজিৎ দত্ত  
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu