বীরসিংহের শিশু সিংহ,
বিদ্যার সাগর তুমি।
তোমাকে পেয়ে ধন্য বাঙালী,
ধন্য ভারতভূমি।
জ্বেলে দিয়েছ জ্ঞানের আলো,
দূর করে অন্ধকার,
সমাজ সংস্কারক রূপে তোমায়,
দেখি বারবার।
তোমার বর্ণপরিচয়ে
হয়েছে অক্ষরজ্ঞান,
মেধাবী তুমি পরিশ্রমী-
হয়েছ তাই মহান।
কোমল তোমার হৃদয়খানি,
দয়ার নেই শেষ,
তবু তোমার সইতে হয়েছে
কত না যে ক্লেশ।
ছড়িয়ে আছে তোমার খ্যাতি,
তোমার অবদান,
দ্বিশতবর্ষ পরেও তুমি,
রয়েছো যে অম্লান।
~ শীলা সোম
© Copyright Protected







0 Comments