যুগে যুগে বাঁচবে তুমি সবার মনে স্মরণীয় তাই।
গর্বিত মোরা তোমার তরে বর্ণ পরিচয়ের সাথে,
অ আ ক খ শিখে মোরা পেরেছি শিক্ষিত হতে।
ভগবতী মা তোমায় পেয়ে গর্বিত এক জননী,
যুগে যুগে রবেন তিনি পাবেন সবার জয়ধ্বনি।
বাংলা মুদ্রণ এনেছিলে তুমি ছাপার অক্ষর শিখে,
হাতেখড়ি হয়েছিল স্লেট পেন্সিলে অ আ লিখে।
হাঁটুর ওপর ধুতি পরে, গায়ে দিয়ে চাদরে কেটেছে তব কাল,
ব্রিটিশরা হতো তোমার বাক্য বাণে বিঁধে নাজেহাল।
একটা বড় কীর্তি তোমার বিধবাবিধবা আইন বহাল,
সমাজপতিরা দিয়ে বাধা, হয়েছিল তাদের কাল।
প্রণাম জানাই এবার আমি তোমায় স্মরণ করে,
অ এ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে।
~ প্রদীপ কুমার লাহিড়ী
© Copyright Protected
0 Comments