Ad Code

.
.
1 / 6

ঈশ্বর পুত্র বিদ্যাসাগর | কলমে ~ জুহি/ অর্পিতা | নীরব আলো

অনাড়ম্বরে, দরিদ্রতায় জন্ম নিলে ঠাকুরদাসের ঘরে,
মেদিনীপুরে, আঠারোশো কুড়ির ছাব্বিশে সেপ্টেম্বরে।
বীরসিংহের বীর পুত্র, ভগবতী দেবীর কোল আলো করে এলে,
মায়ের ডাকে সাড়া দিতে; ঝড়ের রাতে দামোদর পেরিয়ে গেলে।
বিধবাদের দুঃখ দূর করলে যখন ডালহৌসি কে পাশে পেলে,
বাংলা ভাষায় শিক্ষা প্রসারে তোমার জুড়ি নাহি মেলে।
শত অপমান সহ্য করেও সৃষ্টি করলে বর্ণপরিচয়,
তোমার প্রচেষ্টাতেই বঙ্গ নারীর হাতে খড়ি হয়।
বাবার কাছে অঙ্ক শেখা কলকাতার মাইলফলক ধরে।
তোমার জন্য শিক্ষার আলো পৌঁছেছে আজ বাংলার ঘরে ঘরে।
শত কষ্টে শিক্ষা লাভ রাস্তার আলোয় পড়ে,
নারায়ণ চন্দ্রকে এনে দিলে দীণময়ীর ক্রোড়ে।
রানী রাসমণি কে পাশে পেয়ে নিন্দুকেদের করতে কণ্ঠরোধ,
নিজের পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দিতে; করোনি কুন্ঠাবোধ।
নানা শাস্ত্রে অগাধ জ্ঞান; হলে বিদ্যাসাগর, ছিলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়,
তোমার উদারতাকে পরিচয় দিতে; মাইকেল ভূষিত করে দয়ারসাগর আখ্যায়।
 
         জুহি/ অর্পিতা
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu