হেঁটে যেতে যেতে ঘুরে দাঁড়ালেই ইতিহাস,
খাগের কলমে সাদা কালি, নীল অভিধান।
সিঁডি ভেঙে ভেঙে অঙ্ক মিলেছে বর্ণের পরিচয়-
বালবিধবার আকাশকুসুমে আইনের অধিকার।
সূর্যাক্ষরের আঁচড়ে খচিত আমাদের ঈশ্বর।
খাগের কলমে সাদা কালি, নীল অভিধান।
সিঁডি ভেঙে ভেঙে অঙ্ক মিলেছে বর্ণের পরিচয়-
বালবিধবার আকাশকুসুমে আইনের অধিকার।
সূর্যাক্ষরের আঁচড়ে খচিত আমাদের ঈশ্বর।
হেঁটে যেতে যেতে ফিরে তাকালেই দামোদর।
মাইল পাথর দেখে দেখে শেখে ডিজিটাল মেধা
বীর শিশু পায়ে কাদাজল মেখে সিংহের গর্জনে,
লাল চোখে চোখ রেখে কথা বলে স্পষ্ট উচ্চারণে।
দুশ’ বছরেও সদা জাগ্রত আমাদের ঈশ্বর।
~ উপেক্ষিৎ শর্মা
© Copyright Protected
0 Comments