বিদ্যাসাগর তুমি না আসলে বাংলায়
হতো না বর্ণের সাথের পরিচয়;
কত রকমের বর্ণ আছে তা ভাবলেই,
মনে জাগে বড় বিস্ময়।
স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আরো কত বর্ণের সমাহার,
উচ্চ-নিচ-দলিত সব মিলেমিশে একাকার।
সাগরের কত রূপ দেখেছে সকলে,
বিদ্যায় জ্ঞানে মানবতার কল্যাণে
করুণখর সঙ্গমে।
রামকৃষ্ণও করেছিলেন এই সাগরের গুণগান৷
কত বিনয়ে বলেছিলেন 'সাগরের নোনা জল নিয়ে যান'।
বিধবাদের বিবাহ দিয়ে করেছিলেন জীবন দান,
হ্যোমিওপ্যাথি চিকিৎসাতে ফিরিয়েছিলেন শত শত প্রাণ।
মধুসুদনকে ভালোবেসে দিয়েছিলেন বন্ধুর সম্মান,
সব কিছুকেই মনের জোরে করেছিলেন সমাজের কাছে প্রমাণ।
স্মরনীয় তিনি, বরণীয় তিনি, তিনি যে আমাদের জ্ঞান,
সেই সাগরের জলে আমরা করি যে নিত্য পুণ্যস্নান।
শুভ এই জন্মদিনে জানাই তাঁকে শত শত শ্রদ্ধার প্রণাম॥
হতো না বর্ণের সাথের পরিচয়;
কত রকমের বর্ণ আছে তা ভাবলেই,
মনে জাগে বড় বিস্ময়।
স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আরো কত বর্ণের সমাহার,
উচ্চ-নিচ-দলিত সব মিলেমিশে একাকার।
সাগরের কত রূপ দেখেছে সকলে,
বিদ্যায় জ্ঞানে মানবতার কল্যাণে
করুণখর সঙ্গমে।
রামকৃষ্ণও করেছিলেন এই সাগরের গুণগান৷
কত বিনয়ে বলেছিলেন 'সাগরের নোনা জল নিয়ে যান'।
বিধবাদের বিবাহ দিয়ে করেছিলেন জীবন দান,
হ্যোমিওপ্যাথি চিকিৎসাতে ফিরিয়েছিলেন শত শত প্রাণ।
মধুসুদনকে ভালোবেসে দিয়েছিলেন বন্ধুর সম্মান,
সব কিছুকেই মনের জোরে করেছিলেন সমাজের কাছে প্রমাণ।
স্মরনীয় তিনি, বরণীয় তিনি, তিনি যে আমাদের জ্ঞান,
সেই সাগরের জলে আমরা করি যে নিত্য পুণ্যস্নান।
শুভ এই জন্মদিনে জানাই তাঁকে শত শত শ্রদ্ধার প্রণাম॥
~ দীপান্বিতা পান্ডে
© Copyright Protected
0 Comments