বন্যা দেখা দিয়েছে ঝর্ণার জল,
প্রচুর জল করছে টলটল।
আমাদের বাড়িতে ঢুকেছে জল,
বন্ধ হয়ে গেছে সব কল।
এখন শুধু ঘোর অন্ধকার,
খাবার জল নেই আর,
বই ভিজে গেছে আমার,
একটুও নেই খাবার ।
শুধু আছে জল আর জল,
যাচ্ছি আমরা বেঁধে দল--
এক হাঁটু জল ঠেলে,
জামা কাপড় সব ফেলে,
যাচ্ছি আমরা বাড়ি ছেড়ে,
কোথা থেকে কত দূরে ।
নেই ঠিক ঠিকানা
কিছু নেই জানা--
কাকে ডেকে জিজ্ঞেস করি,
নেই কাছে ঘড়ি,
জানো খিদে পেয়েছে আমাদের,
বাড়ি যাব ফের ।
রাস্তা যে জানি না,
কোথায় ঠিকানা?
কোথায় থাকব, কি খাব,
বাড়ি কবে ফিরে যাব!!
~ অর্চিতা কর্মকার
( দ্বিতীয় শ্রেণি)
© Copyright Protected
0 Comments