পাঁচাল দেশের
রাজ কন্যা
পাঁচ পতির রাণী,
পার্থ আমি
শুধাই তোমায়
আমি তবে কী?
আমি কোনো
বস্তু নাকি
পণ্য কিম্বা ধন !
শর্ত রেখে
বেচলো পিতা-
তীর বিন্ধে
মাছের চোখে
করলে খরিদ তুমি।
বল পার্থ
আমি কি তবে পণ্য?
তোমার বীরত্ব,
তোমার সামর্থ্য,
তোমার ধৈর্য,
তোমার লক্ষ্য,
তোমার শক্ত বাহু
নারী মনের
অনেক স্বপ্ন
অনেক আশা
অনেক কবিতা
আমার ভালোবাসা --
বল পার্থ
এটা তবে কী?
বীর পুঙ্গব
পাঁচ পান্ডব
পেয়ে রত্ন
হয়ে ধন্য
প্রশ্ন চিত্তে
কূটিরে হয়ে উপনীত,
অতি বিনয়ে
কথা ঘুরিয়ে
কহিলে কুন্তী মাকে,
"অমূল্য অতি
হয়েছে প্রাপ্তি
তোমার জন্য
এনেছি মোরা
কর ধন্য
গ্রহণ করিয়া তাহা।
বল পার্থ
এর অর্থ কী?
আমি কি কোন বস্তু?
ঘরের ভেতরে
রহিয়া মা-তে
ঢালিলেন আশিষ,
করুণাধারা,
নাহি ভেদাভেদ
কারো জন্য-
সবাই চোখের মণি,
কুন্তী মাতা
অতি ধন্যা
ধরার শ্রেষ্ঠ নারী-
স্নেহভরা
কোমল স্বরে
আদেশ দিলেন ধীরে,
পাঁচটি আঙ্গুল
মিশলে পরে
শক্ত হবে মুঠো-
পাঁচ ভায়েতে
ভাগ করে নাও
সুখে থাকো সদা।
বল পার্থ
এর কী অর্থ?
আমি কি
কোনো খাদ্য?
আমার স্বপ্ন
আমার আশা
আমার ভাষা
ভালোবাসার
নেই কি কোনো মূল্য?
তবে কি আমি
কোনো বস্তু
না কি কোনো পণ্য?
পাঁচ পুরুষের
প্রিয়তমা
পাঁচ হৃদয়ের রাণী,
তাই তো আমায়
পণ্যের মতো
পণ রাখো
পাশা খেলায় তুমি!
বস্ত্র হরণ
কুরু সভায়
বন্ধ পাঁচ
পতির আঁখি,
জ্ঞানী গুনী
ধনী মানী
সাক্ষী নরপতি !
বলো পার্থ
এর অর্থ
আমি তবে কি...!!
~ স্বপন কুমার চক্রবর্তী
© Copyright Protected
0 Comments