আজ ৮ই মার্চ,
তুমি চিৎকার করে বললে–
‘আজ আন্তর্জাতিক নারী দিবস।’
কাল তোমার মনে থাকবে?
না ভুলে যাবে!
তারপর..
তোমার পরিচিত অত্যাচার নামিয়ে আনবে,
যা মুখোশের আড়ালে সন্তর্পণে আগলে রাখলে সারাটা দিন।
আজ ৮ই মার্চ,
আজ ‘আন্তর্জাতিক নারী দিবস।’
আপনি জানেন, কিন্তু কত জন জানে!
কত জন খবর রাখে...
নারীর জন্য একটা বিশেষ দিন আছে!
যে মানুষটা জানেই না তার কাছে এ দিন অর্থহীন,
প্রতিটি দিনের আলোতে অন্ধকার জড়িয়ে আছে নারীর চোখে।
আজ ৮ই মার্চ,
আজ ‘আন্তর্জাতিক নারী দিবস।’
আগামীকাল, পরশু, তারপর দিন..
আর একটা নতুন দিবস,
আপনিও হয়তো ভুলে যাবেন
গতি হারিয়ে ফেলবে পুরনো সব দিবসগুলি,
যা সাড়ম্বরে পালন করেছিলেন
হয়তো অপেক্ষা করবেন আর একটা বছরের।
আজ ৮ই মার্চ,
আজ ‘আন্তর্জাতিক নারী দিবস।’
কেবলমাত্র একটি দিনের জন্য! বাকি দিনগুলো!
প্রতিটি দিন, প্রতিটি রাত তাদের হোক..
যারা আজও কষ্ট ঢাকে নীরবে
যাদের চোখের জলের কথা কেউ জানতে পারে না।
চলমান জীবনযাত্রায় প্রতিটি দিনই নারীর কাছে নারী দিবস,
আর আপনার কাছে? আপনি বলুন....
~ তারিক আনোয়ার
© Copyright Protected
1 Comments
Khub sundor ❤️
ReplyDelete