Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা দিবস | শীলা সোম | কবিতা | পিতৃ দিবস

বাবা দিবস
শীলা সোম

জগৎ জুড়ে পাতা আছে বাবার আসন খানি,
বাবাই যে ছত্রছায়া, সংসারের মাথা জানি।
নীরবেই কাজ করে যান, বলেন না যে কথা,
মুখ বুজেই সহ্য করেন, অসহনীয় ব্যথা।
বাবা যে এমনই হয়, এমনটাই জানি,
শোনা যায়, কতজনের কত দুঃখের কাহিনী।
কারো বাবা ছেড়ে গেছে, কবে সেই ছোটো বেলায়,
ডাকতে পারে না বাবা বলে, বাড়ে অবহেলায়।
কারো বাবা মদ খেয়ে, বাড়ি ফেরে রাত করে,
চেঁচামেচি, গালিগালাজ, মন বিষাদে ভরে।
বাবা যে থেকেও নেই, তাদের শুধুই ব্যর্থতা,
বাবা দিবস তাদের কাছের কেবল কথার কথা।
পায় না বাবার ভালোবাসা, বিষণ্ণ যে মুখ,
বেড়ে চলে শিশু শ্রমিক, বাড়ে বড়োই দুখ।
বড়ো হলে খুঁজে নেয় তারা অন্ধ চোরা গলি,
লোভের হাতছানিতে তারা, কখনো হয় বলি।
আসবে কবে এমন দিন, বলবে সবাই,
আমার বাবা সেরা বাবা, খুশীর সীমা নাই।
বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা অফুরান,
বাবা দিবসের সার্থকতা হবে না যে ম্লান।।











Post a Comment

0 Comments

Close Menu