Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

পিতৃবিয়োগ | শৈবাল কর্মকার | কবিতা | পিতৃ দিবস

পিতৃবিয়োগ
শৈবাল কর্মকার

ঠাঁই বসে আছি মৃত্যুর পাশে
পুরানো স্মৃতিগুলি চোখে ভাসে ,
চোখের পাতা স্থির কথা নাই মুখে
নিথর দেহ , যমরাজ দ্বারে
পাঁজরে যতনে রাখা প্রাণটুকু
মুক্তি পেল নিমেষে।

তুমি ছিলে বট বৃক্ষের ছায়া
চলে গেলে ছেড়ে সংসারের মায়া
অভিভাবকহীন আজ দিশেহারা
           হলাম পিতৃহারা !

বল হরি ! হরি বল ! ... ধ্বনি
নাড়ির বাঁধন ছিন্ন করে
বিদায় নিলে ধরণী ,
রজনীগন্ধা চন্দন ললাটে
শান্তিরথ এলো শ্মশানে
শেষ স্নান মাখিয়ে ঘি মধু সুগন্ধি ,
সঙ্গী হলো খেয়াতরী
জ্বললো যমাগ্নি
দেহ ছাই হল
হলাম পিতৃবিয়োগী !










Post a Comment

0 Comments

Close Menu