জলচক্রে জীবন
মুজিবর রহমান মল্লিক
নদীর পাড়ে খালের ধারে,
গড়ে ওঠে গ্রাম ।
বাঁচার জন্য সারা জীবন,
করি জীবন সংগ্রাম ।
কৃষি কাজে সবুজ মাঠে,
সেচের জলের প্রয়োজন।
যুগে যুগে জোগান দেয়,
নদীর মোহনা থেকে উজান।
দীঘির জল টলমল,
পুকুরের জলে করি স্নান।
মকরেতে গঙ্গাসাগরে,
করি পুণ্যস্নান।
ডিঙি চলে নৌকা চলে,
খালে বিলে নদী নালায়,
যোগাযোগ ও যাতায়াতের,
এটি হলো বড় উপায়।
থালা মাজে হাড়ি মাজে,
দল বেঁধে বধুরা নদীর ঘাটে।
নিত্যদিনের কর্ম কাজে,
পুকুর জলে কলসি ভরে।
মাঝি মাল্লারা হাঁক দেয়,
নদীতে এখন ভাটির টান।
জেলে ভাইয়েরা মাছের আশায়,
নদীতে দেয় জালের টান।
0 Comments