সবুজায়নের নাও অঙ্গীকার
সুমিতা চৌধুরী
জ্বলছে শহর, উঠছে নাভিঃশ্বাস,
উষ্ণায়ণের কবলে আজ জীবন শুধুই ত্রাস।
চারিদিকে কংক্রিটের জঙ্গল, যেই দিকে চাই,
আধুনিক বিলাসিতায় সবুজের নেই ঠাঁই!
পুকুর ডোবা ভরাট হয়ে উঠছে বহুতল,
বনভূমিকেও গ্রাস করে উদর ভরছে পুঁজিপতির দল!
প্রকৃতির ভারসাম্য বিনষ্ট আজ,
সে হারিয়েছে তার নিজ সৌন্দর্য্যের তাজ।
তাই বুঝি জেগেছে মহাকাল আবার ধরা মাঝে,
প্রলয়, তুফান, বন্যা, ক্ষরা, বিভীষিকা সম বিরাজে।
মোদের কৃতকর্মেই আজ বিভীষিকাময় যাপন,
মন্বন্তর, মহামারী, নিত্যসঙ্গী, কাড়ছে কেবল জীবন।
শেষ প্রহর উপস্থিত আজ সভ্যতার দ্বারে,
একমাত্র সবুজায়নই বিশ্ব বাঁচাতে পারে।
দাও ফিরিয়ে সে অরণ্য প্রকৃতিরে আবার,
বাঁচার তাগিদেই নাও সবুজ শহর গড়ার অঙ্গীকার।।
0 Comments