Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা, ফিরে আয়, আমি তোর সঙ্গে ভাত খাবো | হারাধন ভট্টাচার্য্য | কবিতা | পিতৃ দিবস

বাবা, ফিরে আয়, আমি তোর সঙ্গে ভাত খাবো
হারাধন ভট্টাচার্য্য

তাড়াতাড়ি আসিস  বাবা ,
আমি তোর সঙ্গে ভাত খাবো-------"
ছোট্ট মেয়েটি আজও রেল লাইনের ধারে
বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকে,
সে জানে না, মৃত্যু কি,
সে জানে তার বাবা একদিন ঠিক ফিরে আসবে,
তার সঙ্গে একসাথে বসে ভাত খাবে।
ছোট্ট আদরের মেয়ে --তিতলি, বয়স -চার,
বাবা, মা, আর  একমাত্র মেয়ে তিতলি ,
কয়েকটি ছাগল আর হাঁস -- এই নিয়ে তাদের সংসার,
বাবার ছোট্ট সবজির দোকান।
তখন দুপুর, স্নান সেরে ভাত খাওয়ার সময়,
বাড়ির পিছনেই স্টেশন, খবর এলো  ট্রেন আসছে,
ঐ গাড়িতে দোকানের সবজি আসবে,
কোমরে গামছা বেঁধে, তিতলির বাবা বলল:
"আমি এখুনি আসছি মা, তুই চান করে নে,
একসঙ্গে ভাত খাবো। "
তিতলি বললে, "তাড়াতাড়ি আসিস বাবা-----------"
মাল নামানোর শেষে, চলন্ত ট্রেন থেকে নামতেই
পিশে দেয় ট্রেনের চাকা,
ছিন্নভিন্ন শরীর, তালগোল পাকানো কাঁচা মাংস পিণ্ড,
রেলের লাইনের দু'পাশে ছড়িয়ে,
তিতলি বাবার জন্য আজও পথ চেয়ে থাকে,
তার মনে হয়,
বাবা তাকে বিকেলে ঐ দূরের মাঠে বেড়াতে নিয়ে যাবে,
কাঁধে চাপিয়ে পুকুরে চান করতে নিয়ে যাবে,
সে বাবার সঙ্গে চরকতলার মেলা দেখতে যাবে,
বাবা তাকে পুতুল কিনে দেবে, চুড়ি, ফিতে কিনে দেবে,
সমস্ত নালিশ জমিয়ে রেখে সে বলে--
"বাবা এলেই সব কথা বাবাকে বলে দেব" ।
মাঝে মাঝে বাঁশ গাছের কোলের কাছে দাঁড়িয়ে 
রেললাইনের দিকে অপলক দৃষ্টিতে নীরবে চেয়ে থাকে,
ট্রেনের আওয়াজে আচমকা ঘুম থেকে জেগে ওঠে,
মা কাঁদে , তারও  কান্না পায়, কাঁদে,
আঁচল দিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয়,
সে জানে, বাবা ঐ স্টেশনে গেছে,
একদিন ঠিক আসবে, তাকে আবার কোলে নেবে,
সেও তার বাবার গলা জড়িয়ে গল্প শুনতে শুনতে
ঘুমিয়ে পড়বে।
আজও তিতলি বাবাকে ডাকে:
"বাবা তাড়াতাড়ি আয়, আমি তোর সঙ্গে ভাত খাব।
বাবা বাড়ি আয় ------------------











Post a Comment

0 Comments

Close Menu