জন্মদাতা
অভিজিৎ দত্ত
আমার জন্মদাতা পিতা
যার আর্শীবাদ না থাকলে
আমি আজ কিছুতেই
মানুষ হতে পারতাম না।
তাই বলি জন্মদাতা পিতার ঋণ
শোধ হবে না কোনদিন।
আমার সুখে, দুঃখে,বিপদে
সবসময় পেয়েছি জন্মদাতাকে
আমার জীবনে জন্মদাতার ভূমিকা
কয়েকটি বাক্যে লিখে
প্রকাশ করা যাবে না।
আজ আমি হারিয়েছি
আমার জন্মদাতা পিতাকে
মৃত্যুর করাল গ্রাস
ছিনিয়ে নিয়েছে পিতাকে।
তবুও জন্মদাতা সবসময়
থাকবে আমার স্মরণে
চিরজীবন থাকবে আমার
মনের মাঝে, আমার অন্তরে।
0 Comments