Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

মাদককে 'না' বলো | বাসুদেব সরকার | কবিতা | আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

মাদককে 'না' বলো
বাসুদেব সরকার

সমাজের আজ সর্বস্তরে 
বাঁধছে মাদক বাসা, 
নষ্ট হচ্ছে যুব সমাজ 
নষ্ট স্বপ্ন-আশা। 

যুব সমাজ মাদক নেশায় 
মদ ইয়াবা বাবা, 
ভবিষ্যতকে খাচ্ছে গিলে 
মাদকের বিষ থাবা। 

মাদক বাড়ায় অনাচার আর 
যতো মন্দ কর্ম, 
ঘটায় হানি অর্থ সম্মান 
জীবন সংসার ধর্ম। 

মাদক কতো সুখের সংসার 
করছে ছারখার নষ্ট, 
পরিবার ও পরিজন পায় 
বিনা দোষে কষ্ট। 

ভুল করেও নয় তো মাদক 
মাদককে 'না' বলো, 
মাদকমুক্ত সুখী-সুন্দর 
জীবন গড়ি চলো। 


















Post a Comment

0 Comments

Close Menu