Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

৫ই জুন | তপন মাইতি

৫ই জুন
তপন মাইতি

আজকের দিবস ৫ই জুন বিশ্ব পরিবেশ
জীব ও জড় আন্তঃসম্পর্কে থাকে বেশ।

বাইশের দিনের ট্যাগ লাইন যে ‘ওনলি ওয়ান আর্থ ‘
নির্মল সবুজ বিশ্ব স্বপ্নে আজ হ্যাপি বার্থ।

আজকের দিনে অঙ্গীকার বিশ্ব আমার ঘর
বাঁচতে হলে বাঁচাতে হয় নয়তো শেষ,পর।

বাঁচাতে হলে সবুজ চাই,মুক্ত চাই মন
সবুজায়ন বাড়াও তারপর নগরায়ণ।

থাকতে গেলে দূষণ কমাও, মুক্ত কর…
মন দূষণ ভীষণ খারাপ নির্জীব আর জড়।

টিকতে গেলে পরিবেশ দেখতে হয় ভালো
জাগতে গেলে জ্ঞানের স্ফুরণ প্রদীপ জ্বালো।

৫ই জুন শুধু দিন নয় এটি বিশেষ দিন
না বুঝলে বাঁচার কপাল হয়ে যাবে ক্ষীণ।

আমাদের পরিবেশ এসো আমরা গড়ি
সময় এসে বলল বিশ্ব কল্যাণ করি।

Post a Comment

0 Comments

Close Menu