।। পিতৃ দিবসে বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি ।।
--- নিপুণ সেনগুপ্ত ।
আমি জীবনে যার কাছে সবথেকে বেশি ঋণী তিনি আমার বাবা, শ্রী কল্যাণকুমার সেনগুপ্ত ---
প্রখ্যাত স্থপতিকার, কলকাতার প্রাথমিক উন্নয়নের পথিকৃত , আদর্শ শিক্ষক, ক্রীড়াবিদ, সুলেখক এবং স্বনামখ্যাত নাট্যশিল্পী ।
--- নিপুণ সেনগুপ্ত ।
আমি জীবনে যার কাছে সবথেকে বেশি ঋণী তিনি আমার বাবা, শ্রী কল্যাণকুমার সেনগুপ্ত ---
প্রখ্যাত স্থপতিকার, কলকাতার প্রাথমিক উন্নয়নের পথিকৃত , আদর্শ শিক্ষক, ক্রীড়াবিদ, সুলেখক এবং স্বনামখ্যাত নাট্যশিল্পী ।
২২ শে সেপ্টেম্বর , ১৯০৯ বাবার জন্মদিন ;
আজ পিতৃ দিবসে বাবার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ।
বাবারা বেঁচে থাকে চিরদিন ।
স্মৃতি থেকে যায় অমলিন ;
চিরন্তন স্নেহছায়ার আচ্ছাদন ।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
পরমপুরুষ বাবা
নিপুণ সেনগুপ্ত
বাবা আমার পরমপুরুষ
ওই আকাশের পারে,
ইচ্ছে হলেই তারার মাঝে
চাই গল্প শুনিবারে।
যাই উড়ে যাই বাবার সাথে
রূপকথারই দেশে--
আমি সেথায় রাজার কুমার,
অসীম সীমার শেষে।
বাবা আমার পরমপুরুষ
লেখা ভাসায় তরী ;
খেলার মাঠে, নাট্যশালায়
দারুণ বাহাদুরী।
বাবার সাথে খুঁনশুটি আর
হাজার রকম খেলা,
স্বপ্নে আকুল, স্নেহে ব্যাকুল --
হাতটা ধরেই -- মেলা ।
সাগর জলে সাঁতরে চলে
বাবার হাতের মায়া ;
আজ দুজনে - ভাব স্বজনে
জীবনে জুড়ে ছায়া।
তোমার কথা মনে পড়ে
একা ঘরের কোণে,
তোমার কোলেই ঘুম এসে যায়
ভাবনা জাগরণে।
তোমার কলম ধরছি হাতে
"খুঁজে ফিরে দেখি"!
আশৈশব তোমার আশিস
মাথার পরে ঠেকি ।।
0 Comments