Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবা | বিধাত্রী চট্টোপাধ্যায় | কবিতা | পিতৃ দিবস

বাবা
বিধাত্রী চট্টোপাধ্যায় (পঞ্চম শ্রেণির ছাত্রী)

বাবা আমার সবচেয়ে ভালো
করেন না বকাঝকা,
বাবা মানে আনন্দ খুব
নেই কোন পড়া-লেখা।
বাবা মানে রাতের বেলায়
গল্পে সাজানো ঘর,
ছুটির দিনে সাদা পাতায়
কবিতার অক্ষর।
বাস্তবের শক্ত মাটিতে
হাঁটা শেখালেন বাবা,
তিনি শেখালেন যুক্তি দিয়ে
ন্যায়-অন্যায় ভাবা।
বাবার ছায়া আমার মধ্যে
ভাবনায় ও গঠনে,
আমার জীবনে আদর্শ রূপে
বাবা রয়েছেন মনে।








Post a Comment

0 Comments

Close Menu