Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ছায়াসঙ্গী | মন্দিরা মুর্ম্মু

ছায়াসঙ্গী
মন্দিরা মুর্ম্মু 

কার তরে কে বাঁচে...
আমরা বাঁচি পরিবেশের তরে। 
দিন যায় রাত যায়
আপন যারা আশেপাশে ঘুরে বেড়াত, 
তাদের কণ্ঠ স্বর বিলীন হতে থাকে ক্রমশ... 
হতে হতে একদম চুপ হয়ে যায়
গাঢ় ঘুমে আচ্ছন্ন,পড়ে থাকে শুধু নিশ্চল দেহটি
তখনও ঘুম আসে না তার... 
ঠাঁই দাঁড়িয়ে রয় যুগের পর যুগ
শান্ত ছায়া পূর্ণ বৃহৎ বৃক্ষটি।
দাঁড়িয়ে দেখে জন্ম- মৃত্যু;
মানব প্রজন্মের পরিবর্তন, 
কত শৈশব কত বার্ধক্য দোলে
তার কোলে কোলে। 
রৌদ্রে তপ্ত, মানসিক চাপে দগ্ধ
কত প্রাণের গায়ে শীতল হাতখান 
বোলায় আদরে যতনে। 
শৈশবের দোলনা যে ডালে বাঁধা হয়
সেই ডাল দিয়েই মানব সন্তানের অন্তিম শয্যা
 সজ্জিত হয় , 
তারপর একদিন প্রকৃতির নিয়মে
কিংবা মানুষের প্রয়োজনে
হত্যা করা হয় ... 
 চিরসবুজ চিরসাথী নিষ্পাপ বন্ধুটিকে
যে ছিল শুরু থেকে শেষ অবধি
আমাদের ছায়াসঙ্গী ,বিটপী। 

Post a Comment

0 Comments

Close Menu